We take special care to each of our student to help develop them better learning skills.
Learn More Our ClassesWe believe a better foundation will build a better future.
Learn More Our Classesস্কুল বাস
খেলার স্থান
ডে কেয়ারিং
ইতিবাচক শিক্ষা
আমাদের প্রাণপ্রিয় শিশু শিক্ষানিকেতনের আগামীর বীজ বপ্ত হয়েছিলা 1977 সালের সালের 16ই জানুয়ারি মহা পূর্ণ লগ্নের পূর্ণ তিথিতে কয়েকজন শিক্ষা ন্ত মহাপ্রাণ মানুষের অকৃত্রিম ভালোবাসাতে। একটি পিছিয়ে পড়া আদ্যপান্ত গ্রামের উপকণ্ঠে শুরু হয়েছিল স্বপ্নের পথ চলা। আজ সেই শিক্ষাঙ্গন ধীরে ধীরে একটু একটু করে বিকশিত ও ফুলেফলে পরিপূর্ণ হয়ে উঠেছে। সেইসব শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গের ছেড়ে যাওয়া পদাঙ্ক অনুসরণ করে,সেই পথকে নিরলস পরিশ্রম এর মধ্য দিয়ে তাদেরই স্বপ্নের নিকেতন শিশুশিক্ষা নিকেতন আজ এলাকার তথা সমগ্র মহাকুমার মধ্যে অন্যতম পরিচিত শিক্ষাঙ্গন । শিশু শিক্ষা নিকেতন আজ আধুনিকতার স্পর্শে , যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির সংস্পর্শে এসেছে। প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকাদের নিরলস পরিশ্রম,শিক্ষা অনুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষা সচেতন অভিভাবক এবং সর্বোপরি এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের সহচর্যে কয়েক দশক আগে যে স্বপ্নের জয়যাত্রা শুরু হয়েছিল তা আজও এগিয়ে চলেছে। সর্বোপরি আমাদের এই বিদ্যালয়ের প্রাণ ,আগামীর ভবিষ্যৎ, ফুলের মতো নিষ্পাপ শিশুরা আমাদের প্রাণ ভরে নেওয়া মুক্ত বাতাস। সত্য, নিষ্ঠা, ত্যাগ, কর্তব্য, সর্বোপরি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে প্রকৃত শিক্ষাদানের মাধ্যমে আগামীর ভবিষ্যৎ গড়ে তোলায় আমাদের স্বপ্ন, আর আর এই এই স্বপ্ন পূরণের মধ্য দিয়ে আমাদের পূর্বসূরীদের দেখা স্বপ্নকে আমরা বাস্তবায়িত করবোই এটাই আমাদের দৃঢ় সংকল্প।”
--Swami Vivekananda